বৃহস্পতিবার , জানুয়ারি ১৬ ২০২৫
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ

জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিপূর্ণ দেশ গঠন করতে চায় জামায়াত

চাঁদপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন
জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিপূর্ণ দেশ গঠন করতে চায় জামায়াত
————কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর শনিবার সকালে চাঁদপুর শহরের এক রেষ্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিগত সরকারের ইতিহাস ছিল মানুষকে পিটিয়ে মারা ও রাজনৈতিক অধিকার হরণ করার ইতিহাস। সকল মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে তারা সরকার গঠন করে। আমরা এখন জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।
আমরা এই দেশে সন্ত্রাসী কর্মকান্ড চাই না। জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিপূর্ণ দেশ চাই আমরা। এই দেশে যারা জন্মগ্রহণ করেন তারা অধিকার সূত্রে নাগরিক। সবার অধিকার সমান। দেশে এখন একটি কুচক্রী মহল দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্ডপে কোন অরাজকতা ঘটাতে পারে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের পূজার কার্যক্রম শেষ করতে পারে, তার জন্য আমরা যথাযথ সহযোগিতা করবো।
রুকন ভাইবোনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বিগত দিনে জামায়াতে ইসলামীর উপর অত্যাচার নির্যাতন হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়। তিনি এ অন্যায়ের বিচার দাবি করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ, পৌরসভা ও সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা অঞ্চল টিম সদস্য লিয়াকত আলী ভুইয়া ও সাবেক জেলা আমীর আবুল হাসানাত আহমদ উল্লাহ মিয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী। কোরআনের দারস পেশ করেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য মাওলানা আলাউদ্দিন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল হোসাইন, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
জেলা জামায়াত নেতা অধ্যক্ষ হারুনুর রশিদের পরিচালনায় ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ফারুক হোসেন, জেলা সভাপতি মোহারম আলী, হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ ইসলামী গান পরিবেশন করেন।
প্রধান অতিথি আরো বলেন, আমাদের নেতৃবৃন্দের হত্যার বিচার চাই। প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। আমাদের দাওয়াতী কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। পরিবার ও সমাজের সবার কাছে আমাদের দাওয়াত পৌছে দিতে হবে। যোগ্যতা, সততা ও দক্ষ দায়িত্বশীল তৈরি করতে হবে। দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। যোগ্যতা, সততা ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন জনবল গঠনের আহ্বান জানান।
সভাপতি মাওলানা আব্দুর রহীম পাটওয়ারী বলেন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা তাকওয়া ও মহব্বতের মাধমে রাসুলের সুন্নাহ পালন করা, ব্যাপক ত্যাগ ও কুরবানী করা, দায়িত্বশীলদের আনুগত্য করা, সংগঠনের শৃলখলা মেনে চলা, জ্ঞান অর্জন করা, নির্বাচনের প্রস্তুতি নেয়া, বর্তমান সরকারকে সর্বাত্মক সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে।