চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাতছানি দিলেন জামায়েত নেতৃবৃন্দ।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন শেখের বসতঘরটি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন চাঁদপুর শহর ও স্থানীয় ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের কে আর্থিক অনুদান দিয়ে, চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাজাহান খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল।
এর আগেও যেকোনো মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে, সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী।
এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। কিন্তু রাষ্ট্র শক্তি ব্যবহার করে আমাদের উপর জুলুম নিপীড়ন চালানো হয়। আমরা সকল ষড়যন্ত্র, জুলুম-নিপীড়ন উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করে যেতে প্রস্তুত রয়েছি। আমাদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই। জামায়াত যেকোন কঠিন মুহুর্তে দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ১২ নং চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ ইকবাল খান, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মনির হোসেন, চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা বিলাল হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি মুফতি সোহেল খান, ৭ নং ওয়ার্ড সভাপতি ডাঃ আবুল বাশার সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।