স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরানবাজারে অভিযান চালিয়ে সাড়ে ৬ লক্ষ মিটার কারেন্ট জাল ও ভেজাল কেমিক্যাল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ফয়সাল বিন রশিদের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার।
লেফটেনেন্ট ফয়সাল বিন রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুরানবাজারে অভিযান চালাই। এসময় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে সাড়ে ৬ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এছাড়া অপর একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল কেমিক্যাল জব্দ করি। জব্দকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। পরে সন্ধ্যায় কোস্টগার্ড স্টেশনে কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান তিনি।