বুধবার , অক্টোবর ৯ ২০২৪
চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল

চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল

চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে ও তাদের বিচারের দাবীতে চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২9 সেপ্টেম্বর রবিবার দুপুর 12টায় চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
মিছিল টি সরকারি কলেজ ক্যাম্পাসের ভিতরে রাউন্ড দিয়ে কলেজ গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এ বিক্ষোভ মিছিল সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। এতে নবীপ্রেমী শত শত কলেজ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ভারত সরকারের ধর্মবিদ্বেষী কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, আমরা মুসলমানরা কখনোই এ ধরনের অবমাননা সহ্য করবো না। বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে এ ঘটনার কারণে নিন্দা জানান। ভারতের কাছে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। ভারতে যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড ঘটছে তা সারা বিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করেছে।
ভারতের সরকারকে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা, ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের ফাঁসি চাই।
আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, মুসলমানরা এ ধরনের অবমাননাকে কখনোই মেনে নেবে না। তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান,ভারতের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেয়া হোক