শনিবার , সেপ্টেম্বর ৭ ২০২৪

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা”র পক্ষ থেকে “সেবা টিম ও মনিটরিং সেল

দেশের এই ক্রান্তিকালে “চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা”র পক্ষ থেকে আপনাদের সেবার জন্য একজাক তরুন দেশপ্রেমিক যুবকদের সমন্বয়ে আমরা গড়েছি করোনা “সেবা টিম ও মনিটরিং সেল”। আপনাদের যে কোন সেবার জন্য আমারা প্রস্তুত, ইনশা’আল্লাহ।

আমাদের সেবা সমুহঃ টেলিমেডিসিন সেবাঃ আপনি সামান্য জ্বর সদ্ধি কাশিতে ভুগছেন অথবা করোনা পজেটিভ কিনা চিন্তা করছেন তাহলে বিনা মুল্যে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন। যাদের নাম্বার দিয়েছি সবায় এম.বি.বি.এস ডাক্তার তাই প্রয়োজন ব্যতীত ফোন দিবেননা প্লিজ—০১৭১৬৩৬৪২২৮, ০১৭৫৮১২২৯২৩, ০১৭৪১৮০১৮০১

অক্সিজেন সেবাঃ সেবা টিমের মাধ্যমে ফ্রী অক্সিজেন সেবা দেওয়া হবে…০১৭১৬০৬৫১৮১, ০১৭১১০০৬৬০৪
এম্বুলেন্স সার্ভিসঃ অত্যান্ত স্বল্প খরছে আপনাদেরকে এম্বুলেন্স সার্ভিস দিতেও সেবা টিম প্রস্তুত…০১৮৯০৮৫৫৪১২, ০১৮১২১৭১৪৩৮
হাসপাতালেরোগী ভর্তি ও সেবাঃ জরুরী ভিত্তিতে হাসপাতালে রোগী ভর্তি ও সেবার ক্ষেত্রেও আমারা আপনার পাশে আছি…০১৯২৮৭২৯০৯২, ০১৮১২২৯৫৫৫০।

মৃত ব্যক্তিকে গোসল, কাপন, দাপনঃ করোনা আক্রান্ত মৃত পুরুষ ও মহিলাদের গোসল, কাপন, দাপনের সেবা দেওয়া জন্য ভিন্ন ভিন্ন টিম প্রস্তুত রয়েছে…পুরুষ টিমঃ ০১৮৪১০৩১১২২, ০১৮১৮৩১৫২৬৭।মহিলা টিম ০১৮১৮১৯৮৪৫১, ০১৮১৩১১২২০২। এছাড়াও খাদ্য সম্যসার সমাধান ও আইনী যে কোন পরামর্শ বিনামুল্যে প্রদান করা হবে।

“চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা”র পক্ষ থেকে একজাক তরুন দেশপ্রেমিক যুবকদের নিয়ে “সেবা টিম ও মনিটরিং সেল”র তত্তাবধানে ইউনিয়ন ভিত্তিক সেবা টিম গঠন করা হয়েছে।

১ নং বিষ্ণ পুর ইউনিয়নঃ ০১৬৪১৬৪৯০১৯,০১৮১৫১৬৩২৩০,০১৮৫৭৩৫৮০৩৫।
২ নং আশিকাটি ইউনিয়নঃ ০১৯১৯৪৮০৭৭০,০১৭১২৮৯৬৭৫৬।
৩ নং কল্যানপুর ইউনিয়নঃ ০১৬৪৪১৯৬৩২৩,০১৬০৪৫২০৭৬১,০১৬৪২১৬৪০৬৮।
৪ নং শাহমাহম্মদপুর ইউনিয়নঃ ০১৮৫৮৩৫৭৬৬৫,০১৮২৭২০৮৭৮৫,০১৬৩৩৯২৫০০৪।
৫ নং রামপুর ইউনিয়নঃ০১৮৪৩৫৯৬০১৮,০১৮৩৩৪৭০১৯৩,০১৭৬৪৫৪৫৪১৬।
৬ নং মৈশাদী ইউনিয়নঃ ০১৮৪৫১৯১৪৬৬,০১৬৪৪৬৪৬৯২৭।
৭ নং তরপুরচন্ডী ইউনিয়নঃ ০১৮১৬৩৪৫২২৪,০১৯৬৫২১২৯৩৬।

৮ নং বাগাদী ইউনিয়নঃ ০১৮১৯৯৬৯১৪০,০১৬২৮৭০৬৮২২,০১৮৭৭৯৩৯৩৫৫,০১৯১৪৬৭৭৫৩২।
৯ নং বালিয়া ইউনিয়নঃ ০১৯২৮৭২৯০৯২,০১৮৭৮০৯১২০৪,০১৯৮২৩৬৬০৬৪।
১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন০১৩১৮৩৫০৪১১,০১৭১০৮১৬৮২২।
১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নঃ ০১৮১১১৩৯৮৫৪,০১৭০৩০২৯৬৭৮।
১২ নং চান্দ্রা ইউনিয়নঃ ০১৭৯৯৮১১৯৬৬,০১৮১৮৩১৫২৬৭,০১৮১২২৯৫৫৫০,০১৭৭১৭৬৮১১১।
১৩ নং হানারচর ইউনিয়নঃ০১৮২৮৬১৯০৪৫,০১৮২৮৫৫৮৫৩০।
১৪ নং রাজরাজ্যেশ্বর ইউনিয়নঃ ০১৮৪৯৫৫৫৬০৯, ০১৮৩০০০০৮০১।

আমাদের সেবা সমুহঃ- ফ্রী অক্সিজেন সেবা ও রিফীল করতে সহযোগীতা, স্বল্প খরছে এম্বুলেন্স সার্ভিস, টেলি মেডিসিন সেবা, জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি সহযোগীতা, করোনা রোগে মৃত পুরুষ / মহিলা কাপন দাপন, করোনা ভ্যাক্সিনেশন কার্যে সহযোগীতা, তথ্য গোপন রেখে ফ্রী খাদ্যসামগ্রী প্রদান।

প্রিয় ভাই ও বোনেরা আসুন দল মত নির্বিশেষে আমরা এই সেবা মুলক কাজে এগিয়ে আসি। আল্লাহ তায়ালা আমাদের সেবামুলক কাজগুলি তার সন্তুষ্টির জন্য কবুল করুন। সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন মহান মনিব আমাদের হেফাজত করুন। আমীন

অ্যাডভোকেট মোঃশাহজাহান খান প্রধান সমন্বয়কারী, করোনা সেবা টিম ও মনিটরিং সেল ফোনঃ ০১৭১৬০৬৫১৮১