চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৪ জুলাই চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে এ কর্মসূচী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর সমাজসেব কার্যালয়ের কর্মকর্তা মো: মাহমুদুল হক ও কামরুজ্জামান। চাঁদপুর সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি এস এ এম মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক এড শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক এড শাহজাহান খান, সাংঠনিক সম্পাদক এড আবদুল কাদের খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যাপশন: চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক শহর সমাজসেব কার্যালয়ের কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।