চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত। গত ২৪ জুলাই চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে চাঁদপুর শহরের আন নুর ইসলামিয়া দাখিল মাদরাসা আঙ্গীনায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এ এম মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক এড শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক এড শাহজাহান খান, সাংঠনিক সম্পাদক এড আবদুল কাদের খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে গাছের চারা বিতরন করা হয়।
ক্যাপশন: চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের আন নুর ইসরামিয়া দাখিল মাদরাসা আঙ্গিনায় বৃক্ষরোপন করছেন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।