বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার

১৫ অক্টোবর বিকাল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাপদি গ্রামস্থ নোয়ারাজা জমাদার এর বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগান হতে সেনাবাহিনী এবং চাঁদপুর জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৬:১০ ঘটিকাই উক্ত অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রী হচ্ছে-  ১টি ৯ এম.এম পিস্তল (Walther PPK 9mm, USA), ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, পিস্তল কভার। পরবর্তীতে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত উক্ত অস্ত্র ও গুলি চাঁদপুর সদর মডেল থানার ১০নং লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোঃ সেলিম খান, পিতা-মৃত আঃ হাই খান, সাং-লক্ষীপুর, পোঃ বহরিয়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর এর লুন্ঠিত পিস্তল ও গুলি বলে জানা যায়। উক্ত বিষযে় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।