চাঁদপুর দিগন্ত রিপোর্ট
চাঁদপুর সদর উপজেলাধীন বিদ্যালয় সমুহের ২০২০ সালের এসএসসি পরীক্ষার মোট পরীক্ষার্থী ৪৯৯৭ জন, এ প্লাস পেয়েছে ৫৮৮ জন, ৪৬৮৬ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৩.৭৮%।
এদের মধ্যে আক্কাছ আলী রেলওয়ে একাডেমী মোট পরীক্ষার্থী ৫২ কৃতকার্য ৩৬ পাশের হার ৬৯.২৩। আমিরাবাদ ডিকে উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১০৪, এ প্লাস ১১জন কৃতকার্য ৯৬ জন, পাসের হার ৯২.৩১। বাবুর হাট স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৩০৫, এ প্লাস ৩২ কৃতকার্য ২৯৫ পাশের হার ৯৬.৭২। বাগাদী গনি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১০৬, কৃতকার্য ৯৬ পাশের হার ৯০.৫৭। বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৫৭ কৃতকার্য ১৫১ পাশের হার ৯৬.১৮। বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৫৪, এ প্লাস ১১, কৃতকার্য ১৪৫ পাশের হার ৯৪.১৩। চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৫, এ প্লাস ৪, কৃতকার্য ৪৫, পাশের হার ৮১.৮২।
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪০, কৃতকার্য ৩৫ পাশের হার ৮৭.০৫। চান্দ্রা ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২১৯, এ প্লাস ১০, কৃতকার্য ২০২জন, পাশের হার ৯২.২৪। ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১২৯, এ প্লাস ১১ জন, কৃতকার্য ১২৯ পাশের হার শতভাগ। ডাসাদী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৩, কৃতকার্য ২০, পাশের হার ৮৬.৯৬।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩৩, এ প্লাস ৫জন, কৃতকার্য ১১৯, পাশের হার ৮৯.৪৭। হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৫জন, কৃতকার্য ৩ জন, পাশের হার ২০.০০। হামানকর্দি উচ্চ বিদ্যলয়ে মোট পরীক্ষার্থী ৪২, কৃতকার্য ৪১জন, পাশের হার ৯৭.৬২। হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০০, এ প্লাস ৬ জন, কৃতকার্য ৯৯ জন, পাশের হার ৯৯.০০।
হরিনা চালিতাতলী এডওয়ার্ড মোট পরীক্ষার্থী ৭৮, এ প্লাস ১ জন, কৃতকার্য ৭০ জন, পাশের হার ৯৪.৫৬। জনতা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৮, এ প্লাস ১ জন, কৃতকার্য ৫১, পাশের হার ৮৭.৯৩। জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬৩, কৃতকার্য ৫৫ জন, পাশের হার ৮৭.৩০। কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট পরীক্ষার্থী ৫২, এ প্লাস ০৫, কৃতকার্য ৫২ জন, পাশের হার শতভাগ। খেরুদিয়া স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৬০, এ প্লাস ৪ জন, কৃতকার্য ৬০জন, পাশের হার শতভাগ। কৃজ্ঞপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৫, এ প্লাস ২ জন, কৃতকার্য ৫৫জন, পাশের হার শতভাগ।
লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮০, কৃতকার্য ৬৭জন, পাশের হার ৮৩.৭৫। লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৭৭, এ প্লাস ৪জন, কৃতকার্য ১৭০ জন, পাশের হার ৯৬.০৫। লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১২৪, এ প্লাস ৯ জন, কৃতকার্য ১২১ জন, পাশের হার ৯৭.৫৮।
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৪৮, এপ্লাস ৭ জন, কৃতকার্য ১৩৪ জন, পাশের হার ৯০.৫৪। মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৯১, এ প্লাস ৫জন, কৃতকার্য ৮৮জন, পাশের হার ৯৭.৭৭। মৈশাদি বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৮ জন,এ প্লাস ২ জন, কৃতকার্য ৪৬ জন, পাশের হার ৯৫.৮৩।
মনিহার জি এম বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২০ কৃতকার্য ১৬ জন, পাশের হার ৮০.০০। নানুপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৬, এ প্লাস ১ জন, কৃতকার্য ৪৭জন, পাশের হার ৮৩.৯৩। নর্থ সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪২, এ প্লাস ১ জন, কৃতকার্য ৪১ জন, পাশের হার ৯৭.৬২। পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭১, এ প্লাস ২জন, কৃতকার্য ৬৯ জন, পাশের হার ৯৭.১৮। পীর মহসিন উদ্দি পৌর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪০, কৃতকার্য ৩৮ জন, পাশের হার ৯৫.০০।
পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৮, এ প্লাস ৫ জন, কৃতকার্য ৪৪ জন, পাশের হার ৭৫.৮৬। পুরানবাজার এমএইচ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩২, এ প্লাস ১০ জন, কৃতকার্য ১২৫ জন, পাশের হার ৯৪.৭০।
রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৯ এ প্লাস ১ জন, কৃতকার্য ৭৮ জন, পাশের হার ৮৭.৬৪ জন। রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২০ কৃতকার্য ১৯ জন, পাশের হার ৯৫.০০। সফরমালী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৯৬, এ প্লাস ৫ জন, কৃতকার্য ৮৭ জন, পাশের হার ৯০.৬৩। সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৯ এ প্লাস ১ জন, কৃতকার্য ১৯ জন, পাশের হার শতভাগ। সাহাতলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৫ কৃতকার্য ৬৪ জন, পাশের হার ৮৫.৩৩। ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭১, কৃতকার্য ৬১ জন, পাশের হার ৮৫.৮২।
তরপুরচন্ডী জিএম ফজলুর হক উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১১৮, এ প্লাস ১ জন, কৃতকার্য ১১২ জন, পাশের হার ৯৪.৯৮। ডি এন উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৭, কৃতকার্য ৭৭, পাশের হার শতভাগ। গনি মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৭৫, এ প্লাস ১৭ জন, কৃতকার্য ১৫৫ জন, পাশের হার ৮৮.৫৭।
ড্যাফোডিল স্কুলমোট পরীক্ষার্থী ১৩ জন, কৃতকার্য ১২জন, পাশের হার ৯২.৮১। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ২৪৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৪৪ জনই। এ প্লাস ১৪৫ জন।
মাতৃপীঠ স বা উবি মোট পরীক্ষা দিয়েছে ২৬৪ জন। এর মধ্যে পাস করেছে ২৫১ জন। পাশের হার ৯৫.০৮ শতাংশ। এ প্লাস পেয়েছে ৮৯ জন।
আল আমিন একাডেমী থেকে পরীক্ষা দিয়েছে মোট ৫৪৪ জন। পাস করেছে ৫৪১ জন। পাশের হার ৯৯.৪৫ এ প্লাস পেয়েছে ১৭১ জন।
গভ টেকনিকেল স্কুল থেকে মোট ১০৯ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ১০৫ জন। পাশের হার ৯৬.৩৩। এ প্লাস পেয়েছে ৯ জন।