সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
Jorimana

চাঁদপুরে মোবাইল কোর্ট অভিযানে ৩২জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টে ৩২ জনকে অর্থদন্ড। গতকাল ১৩ মে সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
করোনা ভাইরাস (কোভিড১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলায় পৃথক ভ্রাম্যমান আদালতে ৩২জনকে ১৫ হাজার ৫শটাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
জেলা প্রশাসক কার্যালয় থেকে দাযিত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেন
করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে জরিমানা করা হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
এসব ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, ডিবিপুলিশ, আনসার