চাঁদপুর দিগন্ত রিপোর্ট
কোভিড-১৯ রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে গতকাল ১৪ বৃহস্পতিবার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসক কার্যালয় থেকে দাযিত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেন।
এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৫০টি মামলায় ৫০ জন ব্যক্তিকে সর্বমোট ১ লক্ষ ১৯৫০০ টাকা জরিমানা করা হয়।