রবিবার , নভেম্বর ৩ ২০২৪

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো: রাসেল ঢালী(৩০) নামে যুবককে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে ইন্সপেক্টর মো: মুজিবুর রহমানের পরিচালনায়গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০মে)সকাল ৯টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস করিম প্রধানবাড়ির থেকে ৩শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রাসেল ঢালী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস করিম প্রধানবাড়ির মৃত রফিকুল ইসলাম ঢালীর ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মো: মুজিবুর রহমান জানান ‘আটক রাসেল ঢালীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাসেল ঢালী দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।’