বুধবার , অক্টোবর ৯ ২০২৪

চাঁদপুর পৌর প্রসাশক হিসেবে যোগদান করলেন উপ-পরিচালক (ডিডিএলজি) একরামুল ছিদ্দিক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর থেকে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকার কারণে তাকে মেয়রের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একরামুল সিদ্দিককে চাঁদপুর পৌরসভায় প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে তিনি চাঁদপুর পৌরসভার গাড়িতে করে পৌরসভায় আসেন। এসময় তিনি পৌরসভার প্রতিটি দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমি একরামুল সিদ্দিক চাঁদপুর পৌরসভার দায়িত্ব নিয়েছি। আজই আসলাম। আমি পৌরসভার কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বসেছি। আমরা পৌরবাসীর কল্যাণে কাজ করে যাবো, তাই সবার সহযোগিতা চাচ্ছি। আমি পৌরবাসীকে বলতে চাচ্ছি, যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে থাকবেন। তাছাড়া আমাদের কাজে আপনাদের সহযোতা প্রত্যাশা করছি। যেসব সেবা সমস্যা হচ্ছিল সেসব সেবা দ্রুত পৌরবাসীর কাছে পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. সামছুদ্দোহা, উপ-প্রকৌশলী নুরুল আমিন, হাসান আহমেদ, নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দনাথ ঘোষ চন্দন, পৌর শহিদ জাবেদ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদসহ পৌরসভা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা।