শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪

চাঁদপুর পৌরসভার মেয়র পদে জিল্লুর রহমান জুয়েলের বিজয়

চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।  নৌকা প্রতীক ৩৪ হাজার ৮শ’ ২৫ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ধানের শীষ প্রতীকে মোঃ আক্তার হোসেন মাঝি পেয়েছেন ৩ হাজার ৬শ’ ১৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশিদ বেলাল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২শ’ ৩৩ ভোট।

মেয়র পদে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নির্বাচন বর্জন। এদিকে আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ৫২টি কেন্দ্রের সব ক’টিতে জয়লাভ করেন।

গত শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌর এলাকার ৫২টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। মোট ১ লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৯ হাজার ৭শ’ ৮ জন। শতকরা হারে ভোট কাস্ট হয়েছে ৩৪ ভাগ।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণা এবং যোগ করা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল হোসেন।
এছাড়া ঘোষিত ফলাফলে দেখা গেছে যে, পৌরসভার ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৪টিতেই আ’লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। শুধুমাত্র ৯নং ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী চাঁন মিয়া মাঝি নির্বাচিত হন। এছাড়া পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডের সব কটিতেই আওয়ামী লীগ সমর্থিত নারী কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হন।