চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিচের একটি বিশেষ কক্ষে ২৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টা ১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিভিন্ন পেশার মানুষের সাথে আবেদনের প্রেক্ষিতে এক সাক্ষাতকারমূলক গণশুনানী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নিজেই সরাসরি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। তাদের আবেদনের আলোকে ৭০ জনের সাথে কথা বলেন ও সিদ্ধান্ত দেন। তিনি চাঁদপুরে যোগদান করার পর তিনি সপ্তাহের প্রতি বুধবার এ গণশুনানী চালু করেন।
সার্বিক সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্টেট ইমরান হোসেন ডালিম ও একজন পুলিশ উপ-পরিদর্শক অনান্য দু’জন কর্মকর্তা।
ক্যাপশন: চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানী গ্রহণ করছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।