বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

চাঁদপুর জেলা পূর্ণ লকডাউন

করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান পরিস্থিতির আলোকে চাঁদপুর জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলর চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

এতে বলা হয় লক ডাউন কার্যকর হবে বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭ টা থেকে। একইসাথে তিনি চাঁদপুরে লক ডাউন পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সেনা সদস্য বৃদ্ধির জন্য আবেদন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মল আইন ২০১৮ এর (১১) এ ১,২,৩ ধারা মোতাবেক চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করা হলো।
এ জেলায় প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবে না। এবং জেলা থেকে অন্য জেলায় গমন করতে পারবেনা।

জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে তবে জরুরী পরিষেবা চিকিৎসা এর আওতা বহির্ভূত থাকবে।
এ নির্দেশনা গতকাল ০৯ এপ্রিল সন্ধ্যা ৭টা হতে কার্যকর হবে।