বৃহস্পতিবার , জানুয়ারি ১৬ ২০২৫
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলার অন্যতম উপদেষ্টা এ্যাড: মাসুদুল ইসলাম বুলবুল।

চাঁদপুর জেলা কিশোর কন্ঠ পাঠক ফোরাম এর পুরস্কার বিতরণ

কিশোর কন্ঠ পাঠক ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতা’২৪ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় পাঠক ফোরাম এর আয়োজনে সারাদেশ ব্যাপী এই প্রতিযোগিতায়  প্রায় ৩ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে চাঁদপুর জেলায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে ১০জনকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয় এবং জাতীয় পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অন্যতম উপদেষ্টা এ্যাড: মাসুদুল ইসলাম বুলবুল এবং জেলা উপদেষ্টা মাওলানা আবুল হোসেন, সাবেক চাঁদপুর শহর আহবায়ক জয়নাল আবেদীন।

চাঁদপুর জেলার আহবায়ক মোঃ মহররম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাঃ মাহবুব আলমের সঞ্চালনায় স্থানীয় এক মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে উপহার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।