১৩ মে থেকে চাঁদপুরে কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪২টি ভার্চুয়াল আবেদন শুনানি হয়। এর মধ্যে ১৭ জনের জামিন মঞ্জুর হয়।
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শাহ আলম জানান, বৃহস্পতিবার (১৪ মে) চাঁদপুর জেলা জজ আদালতের (ভারপ্রাপ্ত) জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে ভার্চুয়ালে ১৮টি জামিনের আবেদন শুনানি করা হয়। এর মধ্যে ১৫ জন আসামীর জামিন মঞ্জুর ও ৩ জনের জামিন না মঞ্জুর করে আদালত।
তিনি আরো জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের নির্ধারিত বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার আলম এ আদালতের জামিন শুনানি করেন। এই আদালতে ৫টি আবেদন শুনানি করা হয়। এর মধ্যে দুই জনের জামিন মঞ্জুর এবং ৩ জনের জামিন না মঞ্জুর করা হয়।
চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) প্রশাসনিক কর্মকর্তা মাছুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান জামানের আদালতে ৩০টি মামলার শুনানি করা হয়। এর মধ্যে ১৩টি আবেদন শুনানির মধ্যে ১৫জনের জামিন মঞ্জুর, ৬টি বাতিল, ৭টি জামিন নামঞ্জুর হয়। শুনানির জন্য অপেক্ষমান রয়েছে ৪টি।— চাঁদপুর দিগন্ত রিপোর্ট