সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, লিটন সূত্রধর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা খারাপ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে তিনি মারা যান।
সূত্র আরো জানায়, মৃত্যুর পর লিটন সূত্রধরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হবে।