বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

চাঁদপুর আইসোলেশনে করোনার উপসর্গে ৩জনের মৃত্যু

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরো ৩জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। করোনার উপসর্গ (জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট) নিয়ে তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল কর্তৃকক্ষ জানায়, হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০) ও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময়ের মধ্যে মারা যান।

এছাড়া পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।