বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

চাঁদপুরে ৭২ জনের স্যাম্পল সংগ্রহ রিপোর্ট অপেক্ষায় ২২৮

চাঁদপুর দিগন্ত রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টের কোনো নতুন রিপোর্ট আসেনি। ৭২ জনের স্যাম্পল সংগ্রহ রিপোর্ট অপেক্ষায় ২২৮টি বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৭৬ জন ছিলো

আজ মঙ্গলবার ১৯ মে, দুপুরে চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

চাঁদপুর থেকে আরো ৭২জনের স্যাম্পল প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১২০০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৭২টি। রিপোর্ট অপেক্ষমান ২২৮টি।

জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১০জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬০৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৪জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬জন। এর মধ্যে মৃত ৫জন, সুস্থ হয়েছেন ১৬জন। বাকীরা চিকিৎসাধীন। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪১, ফরিদগঞ্জে ১০, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৫, কচুয়ায় ৪, শাহরাস্তিতে ৩ ও হাইমচরে ২জন।