শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫
চাঁদপুরে সিরাতুন্নবী (সা.) মাহফিল হাসান আলী মাঠে আজ

চাঁদপুরে সিরাতুন্নবী (সা.) মাহফিল হাসান আলী মাঠে আজ

চাঁদপুরে সিরাতুন্নবী (সা.) মাহফিল হাসান আলী মাঠে আজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সীরাতুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ ও যুব সমাজের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সিরাতুন্নবী (সা.) মাহফিল।

প্রধান অতিথির বক্তব্য রাখবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আওলাদে রাসূল ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। খতিব, শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
সিরাতুন্নবী (সা.) মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামপুর গাছতলা দরবার শরীফ এর পীর সাহেব আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মাদরাসাতু ইশায়াতিল উলুম এর অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, মাওলানা শায়েখ মোল্লা নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী প্রমূখ। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশনা করবে ঐতিহ্যবাহী হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মোহনা শিল্পগোষ্ঠী চাঁদপুর।

মাহফিলে চাঁদপুরের জনসাধারণকে আমন্ত্রণ জানান সিরাতুন্নবী (সা.) উদযাপন পরিষদ এর আহবায়ক এডভোকেট শাহজাহান খান।