সদর প্রতিনিধি
চাঁদপুর শহরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নামা (৬৫) পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে চাঁদপুর শহরের মঠখোলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় অজ্ঞাত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত অজ্ঞাত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় যারা বৃদ্ধাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছেন, তারা মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে সটকে পড়েছে বলে হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি মডেল থানা কে অবহিত করলে পুলিশ হাসপাতালে এসে মরদেহ সুরতাল করেন। পুলিশ জানায়, ঘাতক সিএনজি চালক ও স্কুটারটি এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।