স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদরাসাতু ইশায়াতিল উলুম ইসলামপুর গাছতলা থেকে দু’ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নাম আবদুল্লাহ আল সাঈদ ও সানজিদ খান।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্বে ছাত্রাবাস থেকে পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও এখন পযর্ন্ত পাওয়া যায় না। আব্দুল্লাহ আল সাঈদ অত্র মাদ্রাসায় ৫ম শ্রেনীতে পড়ে, বয়স: ১২ বছর, উচ্চতা: ৩ ফুট, গায়ের রং সুন্দর, পোষাক: ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি। অপর ছাত্র সানজিদ খান ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে, বয়স: ১৩ বছর, উচ্চতা; ৩.৫”, গায়ের রং শ্যামলা, পোষাক, ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি। আব্দুল্লাহ আল সাঈদের গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে। এবং সানজিদ খানের গ্রামের বাড়ী হাজীগঞ্জ পৌরসভায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। জিডি নং-৩৪৮, তারিখ: ০৭/০৯/০১৯ইং।
এ বিষয়ে সংবাদমাধ্যমে ছাত্রের মামা সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী জানান, তার ভাগিনা আবদুল্লাহ আল সাঈদ তার এক সহপাঠির সাথে শুক্রবার দুপুরে হোস্টেল থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ- করা হয়েছে। যোগাযোগের নাম্বার- ০১৭১৫৯২৪৩০৮