আবু সুফিয়ান ভুইয়া
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১০পিস ইয়াবাসহ আটক মাদককারবারি মো. রাজু বেপারী (২৭) কে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আজিজুন নাহার এর নেতৃত্বে বিকাল ৪ ঘটিকায় চাঁদপুর সদর থানাধীন পূর্ব শ্রীরামদী মিল গেইট
খেয়া ঘাটস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ রাজু বেপারী পিতা-মৃত হাফেজ আহমেদ বেপারীকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক কারবারীকে ১টি মামলা রুজু করে যথাক্রমে ৩মাস করে সশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
মাদকদ্রব্য অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।