বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহত শহীদদের
স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে
চাঁদপুরের শিক্ষার্থীরা শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)
‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে
আবুলের দোকান, ছায়াবানী হয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
চাঁদপুরে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালনসহ নিহতদের
স্মরণে স্মৃতিচারণ করেন। চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ মার্চে অংশ
নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা জড়ো হয় বাসস্ট্যান্ড এলাকায়।
তাঁদের বেশির ভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে।
এসময় আন্দোলনে ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায়
আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে
যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা।
পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে ছাত্রদের
কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।