চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় মো. ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে এই ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন ও সদর উপজেলার গোপনীয় সহকারী মো. মামুনুর রশিদসহ মডেল থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, তার বাবা আমাদের কাছে ও চাঁদপুর মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেছে। সেখানে বাবা-মাকে প্রতিনিয়ত মারধর করার কথা উল্লেখ করেন। যার কারণে থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ছেলে বাবা-মাকে মারধর করে স্থানীয়রাও আমাদের জানায়। এরপর ছেলেও স্বীকারোক্তি করে যে সে তার বাবা-মাকে মারধর করে। তারপর মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।