শনিবার , নভেম্বর ২ ২০২৪

চাঁদপুরে নতুন ১৯৯ জনের করোনা সনাক্ত, মৃত্যু বেড়ে ১৯৩

চাঁদপুর দিগন্ত রিপোর্ট

চাঁদপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯৯ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নতুন ১৯৯ জনসহ জেলায় করোনা সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২০১৮জন। যার ফলে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩জন।

গতকাল শনিবার (৭ আগষ্ট) রাত ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কোভিড আপডেট দৈনিক প্রতিবেদন সূত্রে জানাগেছে, গতকালকে (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ১৯৯জন এবং নেগেটিভ ৪০০জন।

করোনা সনাক্ত হওয়া নতুন ১৯৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৩জন, মতলব উত্তরে ৩২, ফরিদগঞ্জ ৮, হাজীগঞ্জ ২৩, কচুয়া ১২, মতলব দক্ষিণ ২০. শাহরাস্তিতে ২০জন ও হাইমচরে ২১জন।

এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ১২০১৮ টি, নেগেটিভ রিপোর্ট ৩৬০৪৬টি। রোগীর সংখ্যা ১২০৩৭জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫১১১জন, হাইমচর ৬৮১জন, মতলব উত্তর ৬৮৬জন, মতলব দক্ষিণ ১০৫৪জন, ফরিদগঞ্জ ১৩১৯জন, হাজীগঞ্জ ১১৯৫জন, কচুয়া ৫৭০জন ও শাহরাস্তি উপজেলায় ১৪২১জন।