শনিবার , নভেম্বর ২ ২০২৪

চাঁদপুরে নতুন করোনা রোগী শনাক্ত ৭, মৃত ১জন

চাঁদপুরে আরো ৭ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ জন মারা গেছেন।

এর মধ্যে চাঁদপুর সদরের ৫ জন, শাহরাস্ত্রি ১ জন ও হাজীগঞ্জের ১ জন রয়েছেন। শুক্রবার বিকেলে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৬ জন। এর মধ্যে মৃত ১৩জন, সুস্থ হয়েছেন ৩৪জন। চিকিৎসাধীন ১১৯জন।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার মোট ৩৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরো ১ জন মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৮ নং ওয়াডে। তার নাম ফয়েজ উল্যাহ। বয়স অনুমান ৭৫ বছর।
বিকাল ৩ টার তিনি চাঁদপুর শহরে ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় মারা গিয়েছেন।
চাদঁপুর সদর উপজেলার সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা আক্তার পলিনকে মৃত্যুর খবর জানিয়েছেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু।
পরিক্ষার জন্য তাহার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। বিষয় প্রশাসনের উর্দতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এলাবাসি জানায়, মৃত ফয়েজ উল্লাহ করোনা উপসর্গ ছিলো। তার বাড়ি লকডাউন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার মোট ৩৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, চাঁদপুর সদরে নতুন করে আক্রান্তরা হলেন- শহরের কোড়ালিয়া এলাকার এক যুবক (৪০), পুরাণবাজারের জাফরাবাদ এলাকার এক যুবক (৩২), মমিনপাড়া এলাকার এক যুবক (৪৪), বাবুরহাট সংলগ্ন শিলন্দিয়া এলাকার এক যুবক (৩৩) ও রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের এক ব্যক্তি (৫০)।
আক্রান্ত অন্য দু’জন হলেন হাজীগঞ্জের রাজারগাঁও এলাকার এক ব্যক্তি (৫৩) ও শাহরাস্তি উপজেলার বেরনাইয়া গ্রামের এক ব্যক্তি।

——চাঁদপুর দিগন্ত রিপোর্ট