বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

চাঁদপুরে নতুন আরো ২২১ জনের করোনা সনাক্ত, মৃত্যু বেড়ে ১৯৬

চাঁদপুর দিগন্ত রিপোর্ট

চাঁদপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২২১ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নতুন ২২১ জনসহ জেলায় করোনা সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২২৫৮জন। যার ফলে নতুন মৃত্যু ৩ সহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬জন।

গতকাল রবিবার (৮ আগষ্ট) রাত ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কোভিড আপডেট দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গতকালকে (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ২২১জন এবং নেগেটিভ ৩৮১জন।

করোনা সনাক্ত হওয়া নতুন ২২১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭৩জন, মতলব উত্তরে ০৭, ফরিদগঞ্জ ৪২, হাজীগঞ্জ ৩১, কচুয়া ০, মতলব দক্ষিণ ২৯. শাহরাস্তিতে ১৭জন ও হাইমচরে ২১জন।

এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ১২২৩৯ টি, নেগেটিভ রিপোর্ট ৩৬৪২৭টি। রোগীর সংখ্যা ১২২৫৮জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫১৮৫জন, হাইমচর ৭০২জন, মতলব উত্তর ৬৯৩জন, মতলব দক্ষিণ ১০৮৩জন, ফরিদগঞ্জ ১৩৬১জন, হাজীগঞ্জ ১২২৬জন, কচুয়া ৫৭০জন ও শাহরাস্তি উপজেলায় ১৪৩৮জন।