সোমবার , এপ্রিল ২৮ ২০২৫

চাঁদপুরে জামায়াতের সাবেক আমীর আহমদ উল্লা মিয়ার ইন্তেকাল

চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর এ এইচ আহমদ উল্লা মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর এএইচ আহমদ উল্লা মিয়া গত ২৫ মার্চ রাত ৪.৫০ মি: সময় ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৫ মার্চ মঙ্গলবার দুপুরে মরহুমের ১ম জানাজা চাঁদপুর আল আমিন একাডেমি প্রধান ক্যাম্পাসে হয়েছে।

জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শহীদ ফারুকী, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শফিকুর রহমান, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা নুরুর রহমান মাদানী, শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবদিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ ওসমানী, মরহুম আহমদ উল্লাহ সাহেবের পুত্র আবুল হাসিব, ভাগিনা অধ্যাপক আরিফুলাহ, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মহরম আলী, জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।

জানাজায় ইমামতি করেন চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।

ফরিদগঞ্জের সাচনমেঘ গ্রামে চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর মরহুম এ এইচ আহমদ উল্লাহ মিয়ার জানাজা ও দাফনকালে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। আল গাজ্জালী এতিখানার সামনে বিকেল ৪ টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

শোক প্রকাশ

জেলা জামায়াতের সাবেক আমীর এএইচ আহমদ উল্লা মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আল আমিন সোসাইটি ও আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোবারক হোসাইন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ ওসমানী সহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, শহর সভাপতি মোঃ মহররম আলী।