আগামী ১১ই সেপ্টেম্বর চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিপি রানার্স এর সৌজন্যে ” চল দৌড়াই ৭.৫ কি.মি. ” নামে একটি রানিং ইভেন্ট।
ঢাকা সহ সারাদেশ থেকে ১১০ জন অংশগ্রহন করবে। এর মধ্যে ভার্চুয়ালি ৫০জন অংশগ্রহণ করবে আর বাকিরা ফিজিক্যালি অংশগ্রহন করবে।
মূলত চাঁদপুরের মানুষদের দৌড়ে উৎসাহিত করতেই সিপি রানার্সের পথচলা ও এই ইভেন্টের চিন্তা। চাঁদপুরের বেশ কয়েকটি সরকারি বেসরকারি ডাক্তার,ছাত্র,চাকুরিজীবী ও ব্যবসায়ীরা এতে অংশগ্রহন করার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
প্রত্যেককে একটি করে টি-শার্ট দেওয়া হবে এবং ইভেন্টের শেষে সবাইকে ফিনিশার মেডেল দেওয়া হবে।
করোনাকালীন মানুষের ইমিউনিটি বাড়াতে সর্বোচ্চ দূরত্ব রেখে শারিরীক কসরতের জন্য উদ্ধুদ্ধ করা এ ইভেন্টের অন্যতম উদ্দেশ্য।