চাঁদপুর দিগন্ত রিপোর্ট
চাঁদপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮৫ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নতুন ১৮৫ জনসহ জেলায় করোনা সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২৪২৪ জন। যার ফলে নতুন ৩ জন মৃতসহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯জন।
মঙ্গলবার (১০ আগষ্ট ) রাত ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কোভিড আপডেট দৈনিক প্রতিবেদন সূত্রে জানাগেছে, গতকালকে (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ৬১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ১৮৫ জন এবং নেগেটিভ ৪২৬ জন।
করোনা সনাক্ত হওয়া নতুন ১৮৫ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৭জন, মতলব উত্তরে ২৭, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, কচুয়া ৩৫, মতলব দক্ষিণ ২৫. শাহরাস্তিতে ১১জন ও হাইমচরে ২২জন।
এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ১২৪২৪টি, নেগেটিভ রিপোর্ট ৩৬৮৫৩টি। রোগীর সংখ্যা ১২৪৪৩ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫২২২ জন, হাইমচর ৭২৪জন, মতলব উত্তর ৭২০জন, মতলব দক্ষিণ ১১০৮ জন, ফরিদগঞ্জ ১৩৭২ জন, হাজীগঞ্জ ১২৪৩জন, কচুয়া ৬০৫ জন ও শাহরাস্তি উপজেলায়১৪৪৯ জন।