সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জালসহ ২৪ জেলে আটক

মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের ব্যাপক সাঁড়াশি অভিযানে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় পৃথক পৃথক অভিযানে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল সহ ২৪ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৪ ঘটিকা হইতে সকাল রোববার ৮ ঘটিকা পর্যন্ত কোস্টগার্ড স্টেশান ও মৎস বিভাগের যৌথ অভিযান চালাকালীন হরিনা ঘাঁট এলাকা থেকে ১০,০০০ মিটার জাল, ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ নদীতে মাছ আহরনরত অবস্থায় ৯ জন অসাধু জেলেকে আটক করা হয়।

আটককৃত মাঝিরা হলো জসিম দেওয়ান (১৮), পিতা- নাসির দেওয়ান, সুমন মিয়া (১৮), পিতা- দুলাল মাঝি, সবুজ মিয়া(১৯),পিতা- আজিবল ডালি,মনির (১৮), পিতা- শহিদুল সরকার, রতন মিয়া (১৯),পিতা – শফি খাঁ, আরিফ (১৮), পিতা – জয়নাল আবেদিন মোল্লা, আলামিন (১৯), পিত- খালেক দেওয়ান, মিন্টু চাহিদার (২৭),পিতা – আজারুল চাহিদার, মাছুম শনি (২০),পিতা – নোয়া মিয়া শনি। উপরে উল্লেক্ষিত অসাদু জেলেগন সকলে হাইমচর, চাঁদপুরের বাসিন্দা।

পরবর্তিতে উক্ত অভিযানে চাঁদপুর,রাজরাজেশ্বর এলাকা হইতে ১০,০০০ হাজার মিটার কারেন্ট জাল, ০১ টি ইন্চিন চালিত কাঠের নৌকা সহ মাছ আহরনরত অবস্থায় ০৮ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত মাঝিরা হলো। জয়নাল আবেদিন (২৮), পিতা – সমিদ মোল্লা, ইদ্রিস আলী (১৯),পিতা – হজরত আলী গাজি, আল আমিন (২২), পিতা – হযরত আলী মাল, শকিল (১৮),পিতা – মোতালেব মোল্লা, জুলহাস(২০), পিতা- বাতেন কবিরাজ, মোঃ সোহেল (২০), পিতা – আব্দুল মালেক প্রধানীয়া, রহিম আলী (২৯), পিতা – রশিদ বেপারী, কবির হোসেন (২৯), পিতা – রহিম ব্যাপারি উপরে উল্লেক্ষিত অসাধু জেলেগন সকলে রাজরাজেশ্বর, চাঁদপুরের বাসিন্দা।

এ সময় নদীতে অসংখ্য ৫০ থেকে ৬০ টি কাঠের নৌকা এবং স্পিড বোটের বিচরন দেখা যায়।

জেলেদের সংঙ্গবদ্ধ আক্রমনের প্রচেস্টার কারনে অধিক পরিমানে জাল এবং বোট আটক করা সম্ভব হয়নি বলে জানান কোষ্টগার্ড।

একই সাথে মোহনপুর হইতে ষাটনল এলাকায় গোয়েন্দা তথ্য অনুযায়ী অসংখ্য জাল থাকলে ও এখলাসপুর কন্টিনজেন্ট না থাকায় উক্ত এলাকাটি জেলেদের অভয়ারণ্য হয়ে উঠেছে।

উক্ত সময় উপজেলা নির্বাহী ম্যাজেস্টেট অলিদুজ্জামান, কোস্টগার্ড স্টেশান চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, এমসিপিও (এক্স) এবং মৎস সম্প্রসারন কর্মকর্তা নারায়ন দেবনাথ উপস্থিত ছিলেন।

আটককৃত অসাধু জেলেদের নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১ হাজার জরিমানা এবং ৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পৃথক পৃথক অভিযানে কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে শনিবার রাত ৪ টা হইতে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আখন ঘাঁট এবং হরিনা ঘাঁট এলাকা হইতে ১ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ১ লাখ মিটার কারেন্ট জাল, ৩০ কেজি মা ইলিশ সহ ৭ জন অসাধু জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলো,মনির পাটোয়ারী (২৬),পিতা – ওফায়েজ উদ্দিন পাটোয়ারী, কালু বারী (৪২), পিতা – হাছান বারী, মোঃ সজীব (২৮), পিতা – সেকেন্দার মাতবর, নজরুল ইসলাম ( ২৭),পিতা – মৃত আফির উদ্দিন তালুকদার, মোঃ রাব্বি (১৮), পিতা – নওয়াজ খাঁ, ইব্রাহিম (৪০), পিতা – আব্দুল কাসেম কাজী, মনির (৩২), পিতা – আবুল কাশেম কাজী। উপরে উল্লেক্ষিত অসাদু মাঝিগন সকলে হাইমচর চাঁদপুরের বাসিন্দা।

উক্ত সময় হাইমচরের কোস্টগার্ড স্টেশান কমান্ডার ইসহাক আলী,এমসিপিও (এক্স) এবং উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন এবং কাঠের নৌকা এবং মা ইলিশ মৎস অধিদপ্তরকে হস্তান্তর করা হয়।

সকলের উপস্থিতিতে কারেন্ট জাল পুড়ে ফেলা হয়। আটককৃত অসাধু জেলেদের নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত প্রক্রিয়া চলমান।