গত ২৪ ঘণ্টায় চাঁদপুর জেলায় আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। মতলবস্থ আইসিডিডিআরবি হাসপাতালের ২জন স্টাফ’সহ অন্যজন হচ্ছেন মতলব উত্তরের এক বৃদ্ধ। রোববার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ রোববার দুপুর পর্যন্ত ৫টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩জনের রিপোর্ট করোনা পজেটিভ। এর মধ্যে মতলব আইসিডিডিআরবির স্টাফ ২জন। এদের স্যাম্পল নিজস্ব উদ্যোগে ঢাকা পাঠানো হয়। রিপোর্ট পজেটিভ আসার পর তা সিভিল সার্জন অফিসকে অবহিত করা হয়েছে।
আইসিডিডিআরবি’র নতুন আক্রান্ত ২জন হচ্ছেন পূর্বে আক্রান্ত হওয়া কম্পিউটার অপারেটরের স্ত্রী (৩৭) ও ক্লিনার (৫০)। কম্পিউটার অপারেটরের এক ছেলেও আগে আক্রান্ত হয়েছে। অর্থাৎ ওই পরিবারের ৩জন এখন করোনায় আক্রান্ত।
এছাড়া মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের ৬০ বছরের বৃদ্ধেরও করোনা শনাক্ত হয়েছে রোববার। তিনি ঢাকা থেকে এলাকায় এসেছেন কয়েক দিন আগে। তার স্যাম্পল ঢাকা দেয়া হয়েছিল। রিপোর্ট গতকাল রাতে এসেছে, পজেটিভ।
এ নিয়ে জেলোয় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৪জন। এর মধ্যে মারা গেছেন ১৫জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ আরো রিপোর্ট আসতে পারে।
—চাঁদপুর দিগন্ত রিপোর্ট