রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

চাঁদপুরে করোনায় পল্লী চিককিৎসকসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর সদরের পল্লী চিকিৎসকসহ ২ জন এবং হাজীগঞ্জে একজন। করোনা পজিটিভ রোগীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিবিড় আহমেদের পিতা মোশাররফ হোসেন দুলাল (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার সকাল ১০ টায় শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মোশাররফ হোসেন দুলাল করোনা পজিটিভ রোগী ছিলেন। বাসায়ই তার চিকিৎসা চলছিল। তার স্ত্রীরও করোনা পজিটিভ। তিনিও বাসায় চিকিৎসাধীন। সূত্রমতে স্বাস্থ্যবিধি মেনে নিহতের দাফন-কাফন করা হবে।

এদিকে জ্বর নিয়ে মারা গেলেন হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুল তলা মাঝি বাড়ীর মৃত মনমোহন দাসের ছেলে কার্তিক দাস(৫৫)।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। তার মৃতদেহ বাড়ীতে আছে। জ্বর নিয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার আবদুর রশিদ।

এছাড়া চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে সকালে পল্লী চিকিৎসক আব্দুস সোবহান (৭০) মারা গেছেন। তার স্যাম্পল কালেকশান এবং বিশেষ ব্যবস্থায় দাফনের কাজ চলছে।