শনিবার , জুলাই ২৭ ২০২৪

চাঁদপুরে করোনায় উপসর্গ ও আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু

এম এ গফুর

 

চাঁদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুইজন মারা গেছেন। একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আর অপরজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। যিনি করোনায় মারা যান তিনি হচ্ছেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিবিড় আহমেদের পিতা এ কে এম মোশাররফ হোসেন (৬০)। তিনি রবিবার সকাল পৌনে দশটায় দক্ষিণ গুণরাজদী নিজ বাড়িতে মারা যান।

গত কদিন আগে তিনি ও তাঁর স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। বাড়িতেই তাঁরা দুজন চিকিৎসা নেন। গতকাল সকালে নিবিড়ের বাবা মারা যান। তবে তার মা অনেকটা ভালো বলে নিবিড় জানান। সকাল ৭টায় সদর উপজেলার ল²ীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে পল্লী চিকিৎসক আব্দুস সোবহান (৭০) নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার স্যাম্পল কালেকশান এবং বিশেষ ব্যবস্থায় দাফনের কাজ চলছে।

এ তথ্য জানান সদর ইউএইচএফপিও ডাঃ সাজেদা বেগম পলিন। এছাড়া গত কদিন আগে সদর হাসপাতালের আইসোলেশনে কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের আব্দুর রাজ্জাক নামে যে একজন মারা গেছেন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহামায়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজ্জাম্মিলুল হক ইন্তেকাল করেছেন। দুপুর ২টায় তিনি মারা যান বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি কয়েকদিন জ্বর ও ডায়াবেটিকসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর শেখ বাড়ী জামে মসজিদে ইমামতি করতেন।

চাঁদপুর শহরের বিপনিবাগ বাজারের ফার্নিচার ব্যবসায়ী নুরুল ইসলাম(৪০) রোববার দুপুরে করোনা উপসর্গে মারা গেছেন। পৌরসভার সাবেক কমিশনার মরহুম হাজী আব্দুর রহিম খানের কনিষ্ঠপুত্র সে। শহরের প্রফেসর পাড়ার বাসায় দুপুরে দেড়টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায় সে দীর্ঘদিন যাবৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিল।

হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুল তলা মাঝি বাড়ীর মৃত মনমোহন দাসের ছেলে কার্তিক দাস(৫৫)জ্বর নিয়ে মারা গেছেন ।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। জ্বর নিয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার আবদুর রশিদ।রোববার বেলা ১১টায় নিজ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে তার দাহ সম্পন্ন হয়েছে।

এদিকে গত সপ্তাহে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে মারা যাওয়া আব্দুর রাজ্জাকের করোনা পজিটিভ এসেছে। তিনি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের বাসিন্দা ছিলেন।তার পরিবার ব্যক্তিগতভাবে এখবর জেনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
চাঁদপুরে সর্বমোট ২৭৬জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ২২জন।