সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

চাঁদপুরে করোনাভাইরাসের রোগী হাজার ছাড়ালো, মৃত মোট ৬০জন

চাঁদপুর দিগন্ত রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় আরো ৩১জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে চাঁদপুর সদরের ২১জন, হাইমচরের ২জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ২জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ২জন, শাহরাস্তির ১জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০৩। মৃতের সংখ্যা ৬০জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ১৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১০১টি নেগেটিভ।
শুক্রবার নতুন ৩১জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়ালো। ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্তের পর তিন মাসেরও কম সময়ে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। এর বাইরে আরো ১৮৫জনের প্রদানকৃত নমুনার রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

জেলার মধ্যে সর্বাধিক ৪০৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলায়। এছাড়া আক্রান্তের সংখ্যা শত পেরিয়েছে মতলব দক্ষিণ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায়। হাজীগঞ্জ শতের একেবারের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন ৪৩জন শনাক্ত হয়েছে কচুয়া উপজেলায়।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১০০৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪০৪জন, মতলব দক্ষিণে ১০৯জন, শাহরাস্তিতে ১০২জন, ফরিদগঞ্জে ১০১জন, হাজীগঞ্জে ৯৭জন, হাইমচরে ৭৭জন, মতলব উত্তরে ৭০জন ও কচুয়ায় ৪৩জন।

জেলায় মোট ৬০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭জন, হাজীগঞ্জে ১৬জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ৩জন।