বুধবার , মার্চ ১৯ ২০২৫

চাঁদপুরে এক দিনের চাকরীর মেলা

চাঁদপুর আউটার স্টেডিয়ামে তারুণ্য উৎসব ২০২৫ মেলায় জেলা প্রশাসনের আয়োজনে একদিনের জন্য চলছে চাকরীর মেলা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত এই মেলা বাস্তবায়নে থাকছে চাঁদপুর ক্যারিয়ার এইড।

চাকরীর মেলায় সাতটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে শুধুমাত্র চাঁদপুর থেকে ৬০ জনের চাকুরী সুযোগ রাখা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর হচ্ছে নর্থ ভিউ লার্নিং সেন্টার, কর্ণার ডেভেলপার লি:, প্রমিজ ডেলিভারী লিমিটেড, বদলাও ইয়ুথ ফাউন্ডেশন, ই লার্নিং এন্ড আর্নিং চাঁদপুর, প্রমিজ ফুটওয়্যার লিমিটেড ও চাঁদপুর ক্যারিয়ার এইড।

সকাল থেকে চাকুরী প্রত্যাশী নারী-পুরুষদের জীবনবৃত্তান্ত জমা দিতে দেখা যায়। এমন চাকরীর মেলার আয়োজন দেখে খুশি কর্মমুখীরা।