ইলিয়াছ পাটওয়ারী
এইচএসসি ও সমমানের পরীক্ষা- ২০২১ এর ফলাফল প্রকাশিত হয়েছে। চাঁদপুরে এবার এইচ এসসি ও সমমানের অংশগ্রহনকৃত ২১ হাজার ৯শ ৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে জেলায় উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৩শ ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩শ ৯জন। অকৃকার্য হয়েছে ৫৮৩ জন। জেলায় পাসের হার ৯৮%।
চাঁদপুর জেলার আলিম-২০২১ এর ফলাফল ৯৫ মাদ্রাসার অংশগ্রহনকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০৬১ জন, উর্ত্তীন হয়েছে ৩০২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১১০ জন, পাশের হার ৯৮.৭৯%। চাঁদপুর সদরে মোট শিক্ষার্থী সংখ্যা ৫০৯ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৪৯৮ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৯ জন, পশের হার ৯৭.২৬%। শাহরাস্তি শিক্ষার্থী সংখ্যা ৩১৯ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৩১৪ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৪ জন, পশের হার ৯৮.৪৩%।
হাজীগঞ্জে মোট শিক্ষার্থী সংখ্যা ৪৯৯ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৪৯৭ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৩৩ জন, পশের হার ৯৯.৬০%। কচুয়া মোট শিক্ষার্থী সংখ্যা ৪৪২ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৪৪১ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ২৬ জন, পশের হার ৯৯.৭৭%। মতলব উত্তর মোট শিক্ষার্থী সংখ্যা ১৮৭ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ১৮১ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ২ জন, পশের হার ৯৬.৭৯%।
মতলব দক্ষিণ শিক্ষার্থী সংখ্যা ২৬৯ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ২৬৭ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ১১ জন, পশের হার ৯৯.২৬%। ফরিদগঞ্জে মোট শিক্ষার্থী সংখ্যা ৬৮৭ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৬৭৮ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ১৭ জন, পশের হার ৯৮.৬৯%। হাইমচরে মোট শিক্ষার্থী সংখ্যা ১৪৯ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ১৪৮ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৮ জন, পশের হার ৯৯.৩৩%।
চাঁদপুর জেলার এইসএসসি-২০২১ এর ফলাফল ৬২ কলেজের
অংশগ্রহনকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭৭১৩ জন, উর্ত্তীন হয়েছে ১৭৩৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২১৯৪ জন, পাশের হার ৯৮.০০%। সদরে শিক্ষার্থী সংখ্যা ৪০৮২ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৩৯৭০ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৭৭২ জন, পশের হার ৯৭.২৬%।
শাহরাস্তি শিক্ষার্থী সংখ্যা ১৬০৩ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ১৫৯২ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ১৯২ জন, পশের হার ৯৯.৩১%। হাজীগঞ্জে মোট শিক্ষার্থী সংখ্যা ৩১২১ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৩০৩১ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৪০৫ জন, পশের হার ৯৭.১২%। কচুয়া মোট শিক্ষার্থী সংখ্যা ২৪৮৬ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ২৪৬৮ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৩৯৩ জন, পশের হার ৯৯.২৮%।
মতলব উত্তর মোট শিক্ষার্থী সংখ্যা ২২৭০ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ২২৩১ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৭৫ জন, পশের হার ৯৮.২৮%। মতলব দক্ষিণ শিক্ষার্থী সংখ্যা ১২৭৭ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ১২০৯ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৮১ জন, পশের হার ৯৪.৬৮%। ফরিদগঞ্জে মোট শিক্ষার্থী সংখ্যা ২২৩৪ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ২২১৯ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ২২০ জন, পশের হার ৯৯.৩৩%।
হাইমচরে মোট শিক্ষার্থী সংখ্যা ৬৪০ জন, উত্তীণ শিক্ষার্থী সংখ্যা ৬৩৮ জন, জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছে ৫৬ জন, পশের হার ৯৯.৬৯%।
চাঁদপুর জেলার এইসএসসি(ভোকেশনার)- ২০২১ এর ফলাফল মোট অংশগ্রহনকৃত শিক্ষার্থীর সংখ্যা ৯৬০ জন, উত্তীর্ণ সংখ্যা ৯৪৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯৮.২৩%। এবারও ঘরে বসেই মোবাইলে ফোনে এবং ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে।
প্রতি এসএমএস’র জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ হবে। এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে ঐঝঈ<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।