দিগন্ত ডেস্ক
সৌদি আরবে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেণ কচুয়া উপজেলার আমির হোসাইণ।
গত ২৫ অক্টোবর রবিবার সৌদি আরবের তায়েফ শহরের মৃত্যুবরণ করেছেন। সৌদ্দি প্রবাসি আমির হোসাইন চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামেবাসিন্দ।
মৃতুকালে তার স্ত্রী, বাবা-মা, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ভাই বিল্লাল হোসেন সৌদি থেকে লাশ গ্রহন করে পাঠাবে। তার পিতা বাংলাদেশ বিমানবন্দরে লাশ গ্রহন করবেন। সৌদি আরবে বাংলাদেশে পেরণে সহযোগীতা করেন সৌদি প্রবাসী মুহাম্মদ কামারুজ্জামান সেক্রেটারী, সৌদি আরবস্থ শাহরাস্তি সমিতি।
শোক প্রকাশ : চাঁদপুরের কচুয়া উপজেলার রামপুর গ্রামের প্রবাসী আমির হোসাইন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সৌদি প্রবাসী মুহাম্মদ কামারুজ্জামান সেক্রেটারী, সৌদি আরবস্থ শাহরাস্তি সমিতি সহ সদস্যবৃন্দ।