শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫
All-focus

চাঁদপুরে অসহায় রোগীদের চিকিৎসা সেবায় জেলা যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

৪৬তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা দিয়েছে চাঁদপুর জেলা যুবদল। গতকাল ২৭ অক্টোবর রোববার দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে অসহায় রোগীদের এই চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় যুবদল নেতাকর্মীরা অসহায় রোগীদের রক্ত দান করেন।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জোলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন, আমরা এদেশকে একটি নতুন ধারায় নিয়ে যাবো। যে দেশের স্বপ্ন দেখেছেন দেশ নায়ক তারেক রহমান। যে দেশে কোন বৈষম্য থাকবে না। আমরা সবাই সমমর্যাদা নিয়ে স্বাধীন ভাবে চলবো।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, মোস্তফা বন্দুকসী, শামীম জমাদার, সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল গাজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরন মাঝি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল।

এদিন চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোবারক হোসেন চৌধুরী, ডা. ফাতেমা, ডা. মিঠুনের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই চিকিৎসা সেবা দেয়।