শিহাবুদ্দীন সেলিম
লক ডাউন মানিনা, স্বাস্থ্য বিধি মানবো দোকান পাট খুলবো এমন শ্লোগান দিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লক লকডাউনের বিরোদ্বে বিক্ষোভ করেছে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীরা।
সোমবার দুপুর ১২ টায় শহরের বায়তুল অামিন মসজিদ চত্তর থেকে বিভিন্ন মার্কেটের শত শত ব্যাবসায়ী এ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় ব্যাবসায়ী নেতারা তাদের বক্তব্যে স্বাস্থ্য বিধি মেনে চলা সাপেক্ষে সকল দোকান পাট খোলা রাখার দাবী জানান।
শহরের মীর শপিং কম্প্লেক্স, হকার্স মার্কেট, হাকিম প্লাজা, পুরবি মার্কেট, হোসেন মার্কেটসহ বিভিন্ন মার্কেটর ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা এ বিক্ষোভে অংশ নেয়।