সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

চাঁদপুরের নতুন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান

দিগন্ত রিপোর্ট

চাঁদপুরের নতুন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে বদলি হয়ে আসছেন মো. মাহবুবুর রহমান।

এবং চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পদোন্নতি পেয়ে এখন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। পুলিশ সুপার মাহবুবুর রহমান আগে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ছিলেন। তিনি ২০তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পুলিশ প্রশাসনে রদবদল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির কর্মরত অবস্থায় তিনি জেলার মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখেছেন।