বুধবার , অক্টোবর ৯ ২০২৪

চাঁদপুরের জেলা প্রশাসককে রেলপথ মন্ত্রণালয়ে বদলি

চাঁদপুরসহ দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে বদলি ও পদায়ন করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানকে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২২ সালের ১ জুন চাঁদপুরের ২২তম জেলা প্রশাসক হিসেবে কামরুল হাসান যোগদান করেন। জেলা প্রশাসক কামরুল হাসানের জন্মস্থান বরিশাল জেলা সদরের কাশিপুর উপজেলায়। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা প্রায় দুই বছর স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম একাডেমি) এ। মাঠ পর্যায়ে দুই উপজেলায় ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা। প্রথমে ফরিদপুরের নগরকান্দা ও পরে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। পৃথক আদেশে, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলার ডিসি বদলি করা হয়।