মঙ্গলবার , নভেম্বর ১১ ২০২৫

চাঁদপুরের চরে আটকা জাহাজ, স্টাফরা  আতঙ্কে

প্রায় ১৭ কোটি টাকার কয়লা নিয়ে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকার একটি চরে আটকা পড়েছে ‘সিলভার রিং ওয়ান’ নামে জাহাজ। এ ঘটনায় জাহাজটিতে থাকা ১২ জন ক্রু আতঙ্কে রয়েছেন। জাহাজটির মাষ্টার মিলন বলেন, ‌“আমরা সেভেন মার্ডারের খবর শুনে আতঙ্কের মধ্যে রয়েছি।”

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চরে জাহাজ আটকে থাকার তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল।

সিলভার রিং ওয়ান জাহাজের মাষ্টার মিলন বলেন, “আমরা সেভেন মার্ডারের ঘটনা শুনে আতঙ্কে রয়েছি। নৌ পুলিশ নিরাপত্তা দেবে জানালেও আমরা ভয়ে রয়েছি। পণ্য কিছুটা আনলোড করে জাহাজটি স্থানান্তর করতে পারছি না। জাহাজে আমরা ১২ জন লোক রয়েছি।’

চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল বলেন, ‍“গত রবিবার সকাল সাড়ে ৯টায় চরে আটকা পড়ে একটি জাহাজ। এতে প্রায় ১৭ কোটি টাকার কয়লা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা জাহাজটি পাবনা যাচ্ছিল। পথিমধ্যে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছি।”

নৌ যান শ্রমিক ফেডারেশন নেতা হারুনুর রশিদ বলেন, “সেভেন মার্ডারের ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, প্রত্যেককে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং সব জাহাজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”