বুধবার , নভেম্বর ৬ ২০২৪

করোনা উপসর্গে হাজীগঞ্জে যুবদল নেতার মৃত্যু, পজেটিভ একজনসহ তিনজনের মৃত্যু

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল আউয়াল সর্দার করোনা উপসর্গ নিয়ে মারা গেছে । তিনি শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে  জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। তিনি ১ ছেলের জনক।

আউয়াল  হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ীর বাসিন্দা।

বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয় । তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, করোনা আসার আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাজীগঞ্জ পৌর সভার  ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার বাদ জুমা জানাজার নামাজ শেষে করোনা মৃত ব্যক্তিদের টিম তাদের দাফন করেন।

গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জে করোনা ১ জন ও উপসর্গ নিয়ে  তিন  জনের মৃত্যু হয়েছে।  বাকিলায় মিথিলা নামে এক স্কুল ছাত্রী করোনায় মারা গেছে। সে বাকিলার মোবাশ্বের আলমের মেয়ে।  বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ  মাদ্দাখাঁ (র.) মসজিদের সহকারি ইমাম হাফেজ সামছুদ্দোহা মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহমেদ চিসতী।

–হাজীগঞ্জ প্রতিনিধি