কচুয়ায় দোয়টি গ্রামের সুভাষ সরকারের স্কুল পড়–য়া ছেলে টিটন সরকার উৎস (১৩) শনিবার সন্ধ্যায় বক শিকারের কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে।
নিহতের লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের মা সীমা রাণী জানান, শনিবার বিকেলে তার ছেলে বাড়ির পাশে বিলে বক শিকার করতে যায়। সন্ধ্যার আগে বাড়িতে এসে হঠাৎ মাটিতে ডুলে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যায়। তবে কি কারণে কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাতে পারেনি তার পরিবার।
সে পালাখাল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কথা ছিল।