বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।
শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ছায়াবানি গিয়ে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি সম্পন্ন হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সভাপতি ইসমাইল খান, শহর সেক্রেটারি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তরুণ ছাত্র সমাজকে সংগঠনের দিকে আহ্বান জানায়।
শোভা শেষে চাঁদপুর শহর সভাপতির সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় উক্ত সংগঠনের কর্মসূচি।
ক্যাপশন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ।