বুধবার , অক্টোবর ৯ ২০২৪
ছবি: টাইম্স অব ইসরায়েল

ইসরাইলে হিজবুল্লাহর তীব্র আক্রমণ শুরু

লেবাননে ইসরাইলি হামলার জবাবে ইতোমধ্যেই তেলআবিবসহ ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ভারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেলআবিব-সহ ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়।

গত বছরের ৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল-কর্মেলসহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩০০ মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় ২৭৫ জন নিহত এবং ১০২৪ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, টাইমস্ অব ইসরাইল